বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল রোববার সকালে উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক জহিরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ছরোয়ার দাড়িয়া, মোঃ জাকির হোসেন মোল্লা, মোঃ শাহিন খান, মোঃ সেলিম আহমেদ, পাপিয়া সুলতানা, শিক্ষিকা লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীন, এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, শিক্ষক সরোয়ার হোসেন, কাইউম লস্কর, মাহমুদ আলম মিঠু প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠানে ১৩টি ইভেন্টের দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।