fbpx
26.1 C
Barisāl
Tuesday, September 28, 2021

ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা না হওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় গৌরনদীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল প মী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।
মহল্লায় মহল্লায় পূজামন্ডপে পূজার্থীরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দেন। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয়েছে বিভিন্ন স্থানে। বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় পূজার আয়োজন না করায় শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোপ প্রকাশ করেছেন।
এলাকাবাসী ও অভিভাবক সদস্যরা জানান, সোমবার সরস্বতী পূজার দিন উপজেলার প্রতিটি বিদ্যালয়ে পূজা হলেও গৌরনদী উপজেলা ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে এর কোনো আয়োজন করা হয়নি। বিদ্যার দেবী সরস্বতী, অথচ শিশু শিক্ষার্থীদের দেবীর আশীর্বাদ বি ত করা ঠিক হয়নি বলে জানান হিন্দু অভিভাবকরা।
অভিভাবক সুনিল জানান, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়টি উপজেলার হিন্দু অধ্যুষিত হওয়া সত্ত্বেও সে খানে সরস্বতী পূজা হয়নি ।
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম মানিক হাসান এ প্রসঙ্গে বলেন, ‘সারা দেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির কারণে আমাদের বিদ্যালয়ে আমরা সরস্বতী পূজার আয়োজন করতে পারিনি’।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ