বরিশালের আগৈলঝাড়ায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। জানা গেছে, শুক্রবার গভীর রাতে গৈলা ইউনিয়নের পূর্ব পতিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙ্গে চোরের দল একটি ল্যাপটপ, প্রজেক্টর ও নগদ ১৫হাজার টাকা নিয়ে যায়। এঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভরত চন্দ্র আগৈলঝাড়া থানায় গতকাল শনিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেছেন।