বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। জমি উদ্ধারে আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকার কাজীর গ্রামের সাজুরিয়া মৌজার এসএ ৩৬নং খতিয়ানের ৪.৩২ একর জমির মালিক জাফর আলী। জাফর আলীর মৃত্যুর পর জমির মালিক হন তার রেখে যাওয়া ৬কন্যা ও ১ছেলে এবং তার স্ত্রী। ওই সম্পত্তির ওয়ারিশগনই জমির মালিক রয়েছেন। একই এলাকার ছালাম সরদার গং ওই সম্পত্তি জোরজবর দখল এর চেষ্টা করলে মৃত জাফর আলী সরদারের কন্যা ও তার স্বামী বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরদারের স্ত্রী চন্দ্রবান বিবি বাদী হয়ে সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে ছালামকে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ছালাম বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে ওই জমিতে ইট, বালু ও নির্মান সামগ্রী এনে কাজ শুরু করার পায়তারা করছে এবং এই বীর মুক্তিযোদ্ধার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।