বরিশালের আগৈলঝাড়া জাতীয় নিরাপদ খাদ্য দিবস র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা দোলন চন্দ্র রায়, বেবীহোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুসান্ত বালা, সাহাদাত হোসেন প্রমুখ।