fbpx
26.1 C
Barisāl
Monday, May 10, 2021

আগৈলঝাড়ায় বখাটেদের উত্যক্ত সইতে না পেরে স্কুল ছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা।

বরিশালের আগৈলঝাড়ায় বখাটেদের উত্যক্ত সইতে না পেরে স্কুল ছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বীনা রানী সিকদার ও রামশীল কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন শিকদারের মেয়ে ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মিলিতা শিকদার হাসপাতালের আবাসিক ভবনে তার মা সাথে বসবাস করেন। স্কুল ছাত্রী মিলিতা শিকদারকে স্কুলে আসা-যাওয়াসহ বিভিন্ন সময় হাসপাতালে আবাসিক ভবনের সামনে বসে বখাটেরা উত্যক্ত করে আসছে। উত্যক্তর ঘটনা সইতে না পেরে স্কুল ছাত্রী মিলিতা বাসায় বসে শুক্রবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ