বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন মামলার এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের চুরির মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী হারুন ফকির, ছয়গ্রামের রবিউল পাইক, মোল্লাপাড়া গ্রামের গোবিন্দ সরকার, ছয়গ্রামের হাফেজ সন্যামত ও আস্কর গ্রামের রিপন বাড়ৈকে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়ায় সংগীত প্রতিযোগীতা।
বরিশালের আগৈলঝাড়ায় দলগত জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গল সকালে উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গৈলা ইউনিয়নের ২৭টি মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দলগত জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা উদ্বোধন পূর্বক আলোচনা সভায় গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক সভাপতিত্বে করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম, প্রাথমিকের সহকারী শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকির, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, শিক্ষক গোলাম ছরোয়ার, শিল্পী বড়াল প্রমুখ।- আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা