fbpx
26.1 C
Barisāl
Tuesday, September 28, 2021

আগৈলঝাড়ায় শিব চতুর্দশী উপলক্ষে শত বছরের পুরোনো শিব পূঁজা ও দিনব্যাপী মেলা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় শ্রী শ্রী শিব চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী গৈলা শহীদ স্মৃতি সেবা সংঘ সংলগ্ন শিব মন্দিরে দিনব্যাপী মেলা ও শিব পূঁজা অনুষ্ঠিত হয়েছে । জানাগেছে, গৈলা বাজার কীর্তন ও পূঁজা উদযাপন কমিটির উদ্যোগে গত বুধবার দুপুর থেকে শিব পূঁজা সারাদিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হয়। এ পূঁজায় সারাদিন উপোস রেখে বহু দূর-দুরান্ত থেকে ভক্তবৃন্দ শিবের মাথায় জল ও বেল পাতা দেওয়ার জন্য এসে উপস্থিত হয়। এ বিষয়ে গৈলা বাজার কীর্তন ও পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত বলেন, ১০০ বছর আগ থেকে এখানে প্রতি বছর শ্রী শ্রী শিব চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী গৈলা শহীদ স্মৃতি সেবা সংঘ সংলগ্ন এই শিব মন্দিরে দিনব্যাপী মেলা ও শিব পূঁজা অনুষ্ঠিত হয়ে আসছে। এ পুঁজায় বহু দূর-দুরান্ত থেকে শত শত ভক্তবৃন্দ শিবের মাথায় জল ও বেল পাতা দেওয়ার জন্য এসে উপস্থিত হয়। সারা দিনরাত চলে আনন্দঘন পরিবেশে চলে পূঁজা অর্চনা। গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার এ মন্দিরের আশে পাশের অবৈধ দখলদারদের পুর্ণঃবাসনের মাধ্যমে উচ্ছেদ করেছেন। যার কারনে আগের তুলনায় লোকজনের সমাগম অনেক বেশী।
এ সময় শিব মন্দির পরিদর্শন ও আগত ভক্তবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গৈলা বাজার কীর্তন ও পূঁজা উদযাপন কমিটির উপদেষ্টা দুলাল দাশ গুপ্ত, ফনি ভূষন কর্মকার, গৈলা মনসা মন্দির উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার, গৈলা বাজার কীর্তন ও পূঁজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ