সাংগঠনিক দক্ষতা নিয়ে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা ¯¦র্ণ পদক পেলেন আওয়ামীলীগ নেতা ইউনুস আলী মিয়া। গত ১৭ফেব্রুয়ারী সুপ্রীম কোর্ট বার মিলায়তনে সাবেক তথ্য সচিব ও শেরে বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেন। সভায় বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, ম্যাজিষ্ট্রেট (যুগ্ম সচিব) রোকন-উদ-দৌলা। এসময় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ইউনুস আলী মিয়া বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবা করে আসছেন।