বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের দাবীকৃত টাকা দিতে না পারায় স্ত্রীসহ শ্বশুর বাড়ির ১২জনকে পিটিয়ে আহত করেছে স্বামীসহ তার বাড়ির লোকজন। আহত ৫জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের উপেন্দনাথ সমদ্দারের ছেলে নিপুল সমদ্দার মোবাইলের মাধ্যমে প্রেম হলে পরে বিয়ে করে উপজেলার সীমান্তবর্তী মুন্সীরতাল্লুক গ্রামের নকুল হালদারের মেয়ে মালতী হালদারকে। বিয়ের পর যৌতুকের জন্য বিভিন্ন সময় মালতীকে শারীরিক নির্যাতন করত স্বামী নিপুল সমদ্দার। বৃহস্পতিবার সকালে পুনরায় যৌতুকের জন্য স্ত্রী মালতীকে স্বামী নিপুল মারধর করার খবর পেয়ে বিকেলে ওই বাড়িতে যায় মালতীর পিতার বাড়ির লোকজন। এসময় মালতীর স্বামী নিপুল সমদ্দার তার স্ত্রীকে নিতে হলে ২লক্ষ টাকা যৌতুক দিতে হবে বলে মালতীর পিতার বাড়ির লোকজনকে জানান। পরে স্থানীয়দের সহায়তায় মালতীকে নিয়ে পিতার বাড়ির লোকজন যাওয়ার পথে মালতীর স্বামী মাদকসেবী নিপুল সমদ্দারের নেতৃত্বে ১০-১২জনের একটি দল তাদের উপর হামলা চালায়। হামলায় নিখিল হালদার, কৃষ্ণকান্ত হালদার, নির্মল হালদার, মালতী হালদার, ময়না বিশ্বাস, জয় বিশ্বাস, কিশোর, পরিমল সরকার, বিপুল সরকার, মিনতী রানী সরকারসহ ১২জন আহত হয়। আহত ৫জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মালতী হালদার বাদী হয়ে গতকাল শুক্রবার আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।