বরিশালের আগৈলঝাড়ায় আদালতের হলফনামার মাধ্যমে একটি হিন্দু পরিবার হিন্দু ধর্ম পরিত্যাগ করে একই পরিবারের ৫জন ইসলাম ধর্ম গ্রহন করেছে। জানা গেছে, বুধবার উপজেলার গৈলা গ্রামের নলিনী তালুকদার তার স্ত্রী শেফালী তালুকদার, ছেলে রবি তালুকদার, বাসু তালুকদার ও মেয়ে কনিকা তালুকদার বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রেজওয়ানা আফরীনের উপস্থিতিতে মুসলিম ধর্মীয় আচার অনুষ্ঠান, ভাব গাম্ভীর্য্য, সভ্যতা, কৃষ্টি কালচার এর প্রতি অনুরাক্ত হইয়া হিন্দু ধর্ম পরিত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহন করেন। ইসলাম ধর্ম গ্রহনের পর তাদের বর্তমান নাম নলিনী তালুকদারের পরিবর্তে মোঃ আলতাফ তালুকদার (৬০), তার স্ত্রী শেফালী তালুকদারের পরিবর্তে মোসাঃ শেফালী তালুকদার (৫০), ছেলে রবি তালুকদারের পরিবর্তে অহিদ তালুকদার (২৬), বাসু তালুকদারের পরিবর্তে মোঃ রোহিদ তালুকদার (১৯) ও মেয়ে কনিকা তালুকদারের পরিবর্তে রেখা আক্তার (৩০) নাম রাখা হয়েছে। তারা বর্তমানে ইসলাম ধর্মের উপর বিশ্বাস ও আলাহর প্রতি পূর্ন আস্থা রেখে ধর্মের সমস্ত বিধান মানিয়া চলবেন বলে জানান। এই পরিবারটি ইসলাম ধর্ম গ্রহন করায় মুসলিম সম্প্রদায়ের লোকজন তাদের অভিনন্দন জানিয়েছেন।