জগদ্বিখ্যাত কবি বিজয়গুপ্ত’র আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার। গতকাল শনিবার দুপুরে বিচারপতি সৌমেন্দ্র সরকার সস্ত্রীক অঞ্জনা রায়কে নিয়ে গৈলা মনসা মন্দির পরিদর্শণ করেন। এসময় তার সাথে ছিলেন বরিশাল অতিরিক্ত জেলা দায়রা জজ সুদীপ্ত দাস, বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম ফারুক, জেলা দায়রা জজ আদালতের নাজির এসএম রেজাউল করিম। এ সময় বিচারপতি সৌমেন্দ্র সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ মনসা মন্দিরে দেবী মনসার প্রতীমা পরিদর্শণ, প্রসাদ গ্রহণ শেষে নাট মন্দিরে স্থানীয়দের সাথে সৌজন্য সভায় মিলিত হন। পরে তিনি মন্দিরের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ গৈলা মনসা মন্দির প্রতিষ্ঠা ও গৈলার সু-প্রাচীন ইতিহাস সম্পর্কে বিচারপতি ও অতিথিবৃন্দকে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আশীষ দাসগুপ্ত, ভাষা সৈনিক মজিবর রহমান চান মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোলা, মনসা মন্দির উন্নয়ন ও সংরক্ষন কমিটির সভাপতি তারক চন্দ্র দে, সাধারণ সম্পাদক দুলাল দাসগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ফনি ভূষণ কর্মকার, কোষাধ্যক্ষ শুসান্ত কর্মকার, প্রচার সম্পাদক আশীষ তপাদার প্রমুখ নেতৃবৃন্দ।