বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২শত মন জাটকা জব্দ করা হয়েছে। কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন জোন কোষ্টগার্ডের সিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার বিএস শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২শত মন জাটকা এবং জাটকা পাচারে ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত নৌকা (বোট) জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।