জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, নদী রক্ষা হলে দেশের পরিবেশ রক্ষা হবে। তাই নদী রক্ষা করা কিংবা নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য খুবশীঘ্রই নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেজিং করা হবে। নদীর পাশে যেসব কলকারখানা রয়েছে তা অন্যত্র সরিয়ে নেয়া হবে। নদী রক্ষায় তিনি সকলের সহযোগীতা কামনা করে আরও বলেন, যতো বড় প্রভাবশালী হোক না কেন কেউ নদীর পরিবেশ নস্ট করতে পারবেন না। এ জন্য সরকারের পক্ষ থেকে আমাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনের সভা কক্ষে জেলার উজিরপুরের সাতলা-বাগধা প্রকল্প বাস্তবায়নের জন্য উজিপুর, গৌরনদী ও আগৈলঝাড়ার মধ্যদিয়ে প্রবাহিত নদীর বর্তমান অবস্থা এবং স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার ওপর এ প্রকল্পের প্রভাব শীর্ষক অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত