fbpx
28.5 C
Barisāl
Monday, April 12, 2021

দেবরের বিয়েতে এসে গৃহবধূর আত্মহত্যা

দেবরের বিয়েতে এসে নাসরিন বেগম (৩৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চর পত্তনিভাঙা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আমির হোসেন খানের স্ত্রী নাসরিন বেগম বিয়ের পর থেকে ঢাকায় বসবাস করে আসছে। গত শুক্রবার আমির হোসেন তার চাচাতো ভাই হিরা খানের বিয়ে উপলক্ষ্যে স্ত্রী নাসরিনকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। শনিবার বউভাত অনুষ্ঠান শেষে সন্ধ্যায় স্বজনরা ঘরে ফিরে দেখতে পান নাসরিন গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। এসময় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বন্দর থানার ওসি গোলাম মোস্তফা হায়দার জানান, খবর পেয়ে রাতে পুলিশ গৃহবধূ নাসরিনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ