fbpx
31 C
Barisāl
Thursday, September 23, 2021

আগৈলঝাড়া বাজারে ৬৭তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধণ

ইসলামী ব্যাংকের সেবাকে আরো সহজতর ও জনগনের দোড় গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে জেলার আগৈলঝাড়া বাজারে ৬৭তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধণ করা হয়েছে।
বুধবার সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, ভাইস চেয়ারম্যান জসিম সরদার, মলিনা রানী, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহন মিয়া, বরিশাল জোনের প্রধান আব্দুস সালাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সাঁন্টু ভূইয়া, জেলা ছাত্রলীগ নেতা এস এম মনির প্রমূখ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ