বরিশাল–ঢাকা আকাশ পথে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ রোববার (২৫ মার্চ) থেকে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে গ্রীষ্মকালীন ফ্লাইট সূচি অনুযায়ী ফ্লাইট বাড়ানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা–বরিশাল রুটে দুটির জায়গায় তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া ঢাকা–কক্সবাজার রুটে সপ্তাহে সাতটির পরিবর্তে এখন ১০টি, ঢাকা–যশোর রুটে সাতটির পরিবর্তে আটটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
অন্যদিকে ঢাকা–চট্টগ্রাম রুটে সপ্তাহে ৩০টি ফ্লাইট থেকে বৃদ্ধি করে ৩২টি করা হয়েছে এবং সিলেট রুটে ৩১টির জায়গায় ৩৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা–কক্সবাজার রুটে প্রতিদিন একটি করে বোয়িং ফ্লাইট এর পাশাপাশি প্রতি সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার একটি করে অতিরিক্ত ফ্লাইট চলবে।
বরিশাল বিমানবন্দর সূত্রে জানাগেছে, বিমান বাংলাদেশ রবিবার বেলা ১১টা ২৫ মিনিটে, মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে এবং বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তাদের ফ্লাইট চালাবে।