fbpx
31 C
Barisāl
Thursday, September 23, 2021

বরিশালে যুবলীগ নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতি আদায় করে ছাড়লেন তার প্রেমিকা

বানারীপাড়ায় বিয়ের দাবিতে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জুলহাসের বাড়িতে অবস্থান নিয়ে স্ত্রীর স্বীকৃতি আদায় করে ছাড়লেন তার প্রেমিকা (প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রী)।
জানা গেছে, ৪/৫ মাস আগে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের কালাম খানের মেয়ে শারমিন সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামে তার ফুফু লালভানুর বাড়িতে বেড়াতে এলে প্রতিবেশী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাসের সঙ্গে তার প্রথমে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
রবিবার সকালে শারমিন প্রেমিক জুলহাসের বাড়িতে এসে নিজেকে গর্ভবতী দাবি করে বিয়ের জন্য অবস্থান নেন। বিষয়টি জেনে থানার উপ-পরিদর্শক হেয়ায়েত উদ্দিনসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা ওই বাড়িতে যান।
পরে তাদের উপস্থিতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুর উদ্যোগে দুই পরিবারের সম্মতিতে জুলহাস ও শারমিনের বিয়ে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে প্রেমের সফল পরিণয় ঘটে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ