fbpx
25.5 C
Barisāl
Friday, April 16, 2021

আগৈলঝাড়ায় ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাই।

বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মারধর করে ইজিবাইক ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র। তাকে গুরুতর অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রাখে ছিনতাইকারী চক্র। ইজিবাইক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের হালিম ঘরামীর ছেলে স্বপন ঘরামীর ইজিবাইক চালিয়ে সংসার চালিয়ে আসছে। স্বপন ঘরামীর ইজিবাইটি একটি ছিনতাইকারী চক্র যাত্রী বেশে বড়বাশাইল ওয়বদা সড়ক থেকে ঠাকুর বাড়ি যাওয়ার জন্য ভাড়া করে। ঠাকুর বাড়ি যাওয়ার পর ইজিবাইক চালক স্বপনকে বিস্কুটের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মারধর করে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় চক্রটি। তাকে গুরুতর অবস্থায় বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা নামক স্থানে ফেলে রাখে ছিনতাইকারী চক্র। স্থানীয়রা ইজিবাইক চালককে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ