চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা শেষে শুক্রবার বিকেলে পুরস্কার বিতরন করা হয়েছে। জেলার উজিরপুর উপজেলার শিকারপুরের তারাবাড়ি এলাকার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক ও সময়পযোগী পৃষ্ঠপোষকতার কারণে খেলাধুলা বিশেষ করে ক্রিকেট বাংলাদেশকে বিশ্বের কাছে খুব বেশি পরিচিত করেছে। আজকের শিশু ও কিশোররাই আগামীদিনের ভবিষ্যত। বর্তমান সরকার খেলাধুলার ওপর বিশেষ নজরদারী দিয়েছে। যার ফলপ্রসূ সারাবিশ্বের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আজ একটি শক্তিশালী দেশ হিসেবে খ্যাতি লাভ করেছে।
শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এসএম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল। বক্তব্য রাখেন শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মাষ্টার, বরাকোঠা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা প্রমুখ। শেষে টুনামেন্টের বিজয়ী দল তাঁরাবাড়ি ক্রিকেট একাদশ ও পরাজিত সোনার বাংলা বন্ধু মহল ক্রিকেট একাদশের খেলোয়ারদের মাঝে প্রধানঅতিথি পুরস্কার বিতরণ করেন।