fbpx
26.1 C
Barisāl
Wednesday, August 10, 2022

বরিশাল না খুলনার ছেলে সমাধান দিলেন ক্রিকেটার মিরাজ

প্রথমবারের মতো ফেসবুক লাইভে এলেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। আর এসেই তার আ লিক পরিচয় নিয়ে খোলামেলা জবাব দিলেন। এক ভক্ত সরাসরি প্রশ্ন করে বসেন-ভাইয়া, বরিশালের কমেন্ট কেন পড়েন না?
মিরাজ বরিশালের ছেলে না খুলনার ছেলে, এ বিষয়ে ভিন্নমত অনেকের। বাংলাদেশী অল-রাউন্ডারও ফেসবুকের লাইভে এসে ভক্তদের সেই কৌতূহল মেটালেন বেশ রসাত্মকভাবে। একদিন আগেই ঢাকা প্রিমিয়ারলীগের শিরোপা জিতেছেন। তাই বেশ খুশি মনে ওইদিন ভক্তদের সামনে হাজির হন মিরাজ। ভক্তদের ভালো লাগার কথা জানালেন এভাবে, ‘আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আমরা কালকে (বৃহস্পতিবার) চ্যাম্পিয়ান হয়েছি।’ মিরাজ বলেন, ‘আমার জীবনে প্রিমিয়ারলীগে প্রথম চ্যাম্পিয়ন হলাম। আবাহনীর পক্ষে খেলেছি। চারবার প্রিমিয়ারলীগ খেলেছি। এর ভেতরে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছি। খুব ভালো লাগছে।’
ভক্তদের সাথে মিরাজের প্রায় ৪৪ মিনিটের আড্ডা এগোতে থাকে। এসময় একজন ভক্ত মিরাজকে জিজ্ঞেস করে বসেন, ভাই বরিশালের লেখা (কমেন্ট) পড়েন না কেন? মিরাজ আসল প্রশ্নটা ধরতে পারলেন।
উত্তর দিলেন তাই এভাবে, ‘ভাই, বরিশালের লেখা পড়ব না কেন। আমার বাড়িতো বরিশালেই ছিল। আমার জন্মস্থান বরিশালে। আসলে অনেকের ভুল ধারণা আছে। কেউ বলে খুলনার ছেলে, কেউ বলে বরিশালের ছেলে। মাঝখানে কিন্তু এরকম একটা সমস্যা হয়েছিল, আমি বরিশালের ছেলে না খুলনার ছেলে তা নিয়ে দ্বন্ধও হয়েছিল। সেই সময় আমার কয়েকটা সাক্ষাৎকার হয়েছিল। সেখানে আমি বলেছিলাম বিষয়টি নিয়ে।’ ‘আসলে আমার জন্মস্থান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। আমার বাবা, মা এবং আমার নিজেরও জন্ম বরিশালে। আমি ছোটবেলায় বরিশালেই ছিলাম। কিন্তু আব্বুর চাকরির কারণে আমরা খুলনায় চলে আসি। তখন আমার বয়স চার-পাঁচ বছর। খুলনাতে তখন বড় হই এবং ছোট বেলায় কিছু সময় বরিশাল কেটেছে। বেশিরভাগ সময় খুলনাতেই কেটেছে। তবে জন্ম হয়েছে বরিশালে।’
মিরাজ বলে চলেন, ‘খেলোয়াড় হয়েছি খুলনাতে। কারণ, খুলনা থেকেই আমি ক্রিকেট খেলা শুরু করেছি। আমার জীবনে যত কিছু সংগ্রাম করেছি এবং যত কিছু পেয়েছি তা খুলনা থেকেই পেয়েছি। অবশ্যই আমি দুই জায়গারই ছেলে। সর্বশেষ কথা হলো আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলি। দেশের হয়ে ক্রিকেট খেলি এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ