মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল,সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যেগে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ইউনিট কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, আব্দুর রশিদ শিকদার, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়কারী আবু সালেহ লিটন সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুল্লাহ লিটন প্রমুখ। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেন।