বরিশালের আগৈলঝাড়ায় উরস শরীফের তবারক খেয়ে শিক্ষার্থীসহ ১৫জন অসুস্থ হয়ে পরেছে। আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের মোতালেব খানের বাড়িতে প্রতিবছর তার স্ত্রী আকলিমা বেগম খাঁজা খানজাহান আলীর বাৎসরিক উরস শরীফের আয়োজন করেন। বৃহস্পতিবার রাতে উরস শরীফের তবারক পাঁকানোর জন্য বাগধা বাজারের আনোয়ার মিয়ার মুদির দোকান থেকে সোয়াবিন তৈল ক্রয় করা হয়। ওই তৈল দিয়ে তবারক পাকানো হয়। ওই রাতে উরস শরীফের পাকানো তবারক খেয়ে বাগধা গ্রামের রেনু বেগম(৪৫), সবিতা খানম(৮), সূর্য বেগম(৬৫), সামিয়া আক্তার(৪), নিলুফা বেগম(৩৫), রেহানা বেগম(৪৫), শাহআলম মীর(৪৫), তৃতীয় শ্রেণীর ছাত্র লিমন খান(৮), ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র হাসিবুল হাওলাদার(১২), ৫ম শ্রেণীর ছাত্রী মিতু খানম(১০), ৪র্থ শ্রেণীর ছাত্রী লিমা খানম(৯) ও মীম খানম (১৭)সহ ১৫জন অসুস্থ হয়ে পড়েছে। আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।