বরিশালের আগৈলঝাড়ায় ঘর দখলকে কেন্দ্র করে ছেলে কর্তৃক বৃদ্ধা মাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ছেলেকে পুলিশ গ্রেফতার করে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের মৃত মুনছুর মারামতের স্ত্রী সোনাবান বেগম(১০০) তার স্বামীর ঘরে বসবাস করে আসছে। ওই ঘর ছেলে মান্নান ও তার স্ত্রী জুলেখা বেগম দখলের জন্য বৃদ্ধা মাকে বসত ঘর থেকে বের করে দিয়ে মারধর করে আহত করে। এসময় মারধরে বাধা দিতে গেলে সোনাবানের মেয়ে ফরিদা বেগম(৭০), নাতিন সুরমা বেগমকেও মারধর করা হয়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত ছেলে মান্নানকে গ্রেফতার করে।