বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা কেনা বেচার সময় ১৩০ পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার মো. আবুল খায়ের জানান, ইয়াবা কেনা বেচার গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১২ টার দিকে তার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার কালীখোলা এলাকা থেকে পাশ্ববর্তী গৌরনদী থানার নরসিংহলপট্টি গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে সুজনকাঠী গ্রামের শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া মো. সরোয়ার হোসেন সরদার (৪০) ও আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মৃত আফতাব উদ্দিন সরদারের ছেলে ইমান হোসেন ওরফে খোকন সরদার (৩৫) কে আটক করেন। আটককৃত সরোয়ারের পকেট থেকে ১২০ পিচ ও খোকনের পকেট থেকে ১০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এঘটনায় এসআই মোশারফ হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-৩(১১.৪.১৮)।