১৬ এপ্রিল ২০১৮খ্রিঃ তারিখ বরিশাল ডিবি পুলিশের পু্লিশ পরিদর্শক জনাব মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে এসআই জাফর আহম্মেদ, এএসআই মনিরুল ইসলাম এএসআই মোঃ আজাদ, এএসআই মোঃ আবু ইউসুফ এবং কনস্টবল গৌরব সাহা, মোঃ রফিকুল ইসলাম, আঃ মান্নান সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া উজিরপুর থানাধীন চাগুরিয়া এলাকা হতে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৮ গ্রাম গাঁজা সহ আসামী ১।মোঃ অনিক (২৫), সাংঃ মালিকান্দা, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশালকে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে উজিরপুর থানায় মামলা রুজু করা হয়েছে।