fbpx
31.6 C
Barisāl
Monday, June 21, 2021

আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু।

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় এক ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার কালুপাড়া গ্রামের মৃত মোকলেচ মোল্লার ছেলে কুমুদিনী ফার্মাসিটিক্যাল ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হেমায়েত মোল্লা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। গত ১৫ এপ্রিল উপজেলা সদরের কাজ থেকে বাড়ি যাওয়ার পথে আগৈলঝাড়া-গৌরনদী মহাসড়কে কালুপাড়ার ভাইভাই বেকারীর সামনে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয় হেমায়েত। তাকে প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। ওই দিন রাতেই শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকার একটি হাসপাতালে ৫দিন যাবৎ চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। শুক্রবার সকালে উপজেলার কালুপাড়া গ্রামে পারিবারিক কবর স্থানে তার দাফন করা হয়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ