fbpx
23.7 C
Barisāl
Thursday, October 21, 2021

বরিশালের আদর্শ গ্রামের ৬৬ ঘর বিদ্যুতের আলোয় আলোকিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গিকার বাস্তবায়নের অংশ হিসেবে জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া আদর্শ গ্রামের ৬৬ ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস সুইচ টিপে বাতি জ্বালিয়ে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন। বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম, পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, থানার ওসি সাজ্জাদ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২’র বানারীপাড়া সাবষ্টেশন অফিসের এজিএম মঞ্জুর রহমান প্রমুখ।
দত্তপাড়া আদর্শ গ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ায় সেখানে বসবাসরত দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে বাঁধ ভাঙা আনন্দ বইছে। তারা সরকারীভাবে সম্পত্তি ও ঘর পাওয়ার পাশাপাশি বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ