বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের ব্যাক্তিবর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জনাগেছে, সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম এর মাতা হাসিনা বেগম বার্ধক্য জনিত কারনে সোমবার সকাল ১১ টায় ঢাকায় তার ছেলের বাসায় অবস্থানকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে। মঙ্গলবার মরহুমার জানাজার নামাজ শেষে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।