fbpx
31.7 C
Barisāl
Tuesday, April 20, 2021

বরিশালে পাঁচ বছরের শিশুকে যৌণ হয়রানী ॥ আটক

নগরীর রূপাতলীর গ্যাসটারবাইন সংলগ্ন এলাকায় রবিবার সন্ধ্যায় পাঁচ বছরের এক শিশুকে যৌণ নিপীড়নের অভিযোগে খোকন মোল্লা (২০) নামের এক বখাটেকে আটক করা হয়েছে। খোকন একই এলাকার মিন্টু মুন্সির বাড়ির ভাড়াটিয়া ফারুক মোল্লার পুত্র।
স্থানীয়রা জানান, ফারুক মোল্লা ও তার স্ত্রী দিনমজুরের কাজ করেন। বাবা-মা বাসায় না থাকার সুবাধে খোকন প্রতিবেশী পাঁচ বছরের শিশু কন্যাকে চিপস কিনে দেয়ার কথা বলে ঘরে নিয়ে যৌণ নিপীড়নের চেষ্ঠা চালায়। এসময় শিশুটি চিৎকার শুরু করলে খোকন পালিয়ে যায়। পরে শিশুটির মা স্থানীয়দের সহযোগিতায় খোকনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।
কোতোয়ালী মডেল থানার এসআই আরাফাত হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ