fbpx
24.7 C
Barisāl
Thursday, May 13, 2021

আগৈলঝাড়ায় কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শনে হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন

বরিশালের আগৈলঝাড়ায় মধ্যযুগের মনসা মঙ্গল কাব্য গ্রন্থের রচয়িতা, বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ৫শ ২৩ বছরের পুরোনো মনসা মন্দির স্ব-স্ত্রীক পরির্দশনে আসেন ঢাকা হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন। গতকাল রোববার বিকেলে ঢাকা হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন এবং তার স্ত্রী মোসাঃ মনিরা বেগম আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শনে আসলে মন্দির কমিটির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়। এ সময় তারা মনসা মন্দির এবং নাট মন্দির পরিদর্শন করেন এবং বিচারপতি বোরহান উদ্দিন পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ  করেন। এ সময় তিনি বলেন, কবি বিজয় গুপ্ত’র কর্মস্থলে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যে গাছের নিচে বসে কবি কাব্য রচনায় নিমগ্ন থাকতেন সেই সাইতান বৃক্ষ এবং কবির ভিটা ও বকুল গাছ এবং এর ¯িœগ্ধতা আমার মন ছুঁয়ে গেছে এবং মনসা মন্দির স্মৃতি রক্ষা ও উন্নয়ন কমিটির সদস্যদের আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি। আমি এই অ লের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করি”। মন্দির পরিদর্শনকালে সাথে ছিলেন বরিশাল জেলা আদালতের বিচারকবৃন্দ। এ সময় আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক মোল্লা, মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক ফনি ভূষন কর্মকার, সদস্য প্রল্লাদ দাস, ললিতা সরকার বৃষ্টিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ