বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধিদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে দুই দিন ব্যাপী চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন ও বাংলাদেশ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা’র যৌথ উদ্যোগে উপজেলার গৈলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি যুব সংঘ মাঠ প্রাঙ্গনে গতকাল প্রতিবন্ধি ব্যাক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্প চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রথম দিন অর্ধ শতাধিক প্রতিবন্ধিদের চিকিৎসা প্রদান করেন ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. আরাফাতুল ইসলাম (স¤্রাট)। এসময় তার সাথে ছিলেন অডিও মেট্রিশিয়াম মো. শরিফুল ইসলাম, থেরাপি সহকারী চিত্রাংশু দাস (রাজু)। চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদশে প্রতিবন্ধি সংস্থা’র নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুল, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য ছরোয়ার দাড়িয়া, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাসগুপ্ত প্রমুখ।