হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গৌরনদী ও আগৈলঝাড়াসহ বিভিন্ন থানায় ধর্ষন, হত্যা ও মাদকসহ বিভিন্ন ধরনের ১৫টি মামলার আসামী ছিলো বলে পুলিশ জানায়। থানা সূত্রে জানা গেছে, গৌরনদী থানার খাদেম সরদার হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী উপজেলার রাজাপুর গ্রামের শফিজদ্দিন মৃধার ছেলে একাধিক মামলার পলাতক আসামী সেন্টু মৃধা(৪৫) দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের গোয়াইল বিলের একটি ঘরে। ওই ঘরে বসে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রন করতেন সেন্টু মৃধা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল গোয়াইল বিল থেকে ধাওয়া করে ৭২পিচ ইয়াবাসহ সেন্টু মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই শাহানুর মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-২(১৫-৫-২০১৮)। তার বিরুদ্ধে গৌরনদী ও আগৈলঝাড়াসহ বিভিন্ন থানায় ধর্ষন, হত্যা ও মাদকসহ বিভিন্ন ধরনের ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।