fbpx
21.2 C
Barisāl
Tuesday, December 7, 2021

আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শফিকুল হোসেন টিটু

বরিশালের আগৈলঝাড়ায় ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব নিলেন শফিকুল ইসলাম টিটু তালুকদার। বৃহস্পতিবার বিকেলে ৪নং গৈলা ইউনিয়ন পরিষদ হল রুমে সকল ইউপি সদস্যদের সর্ব সম্মতিক্রমে ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য শফিকুল ইসলাম টিটু প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন। সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ি প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন আসাদুজ্জামান বাদল, প্যানেল চেয়ারম্যান -৩ পবিত্র রানী বাড়ৈ। নতুন চেয়ারম্যানের দ্বায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গিয়াস মোল্লা, যুবলীগ সভাপতি সাইদুল সরদারসহ প্রমুখ নেতৃবৃন্দ। ওই দিন বিকেলে মরহুম চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, ১২মে চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের আকস্মিক মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শুণ্য হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তি নতুন চেয়ারম্যানের নিকট দ্বায়িত্ব হস্তান্তর পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শফিকুল ইসলাম টিটু দ্বায়িত্ব পালন করবেন। টিটু’র অনুপস্থিতিতে পর্যায়ক্রমে প্যানেল চেয়ারম্যানগন অনুরূপ দ্বায়িত্ব পালন করবেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ