fbpx
21.2 C
Barisāl
Tuesday, December 7, 2021

আগৈলঝাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেত্রীর পুত্র ইয়াবাসহ গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেত্রীর পুত্র মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) খন্দকার আবু খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকালে উপজেলার বেলুহার গ্রামের মৃত সুলতান মোল্লা ছেলে জামাল মোল্লার ঘর থেকে ইয়াবা সেবন ও বিক্রির সময় ১১০ পিচ ইয়াবাসহ পূর্বের একটি মামলার পলাতক আসামী সাবেক ইউপি চেয়ারম্যান মৃত জাহাঙ্গীর হোসেন মাখন সেরনিয়াবাত ও আ’লীগ নেত্রীর ছেলে মনিরুল ইসলাম মানিক সেরনিয়াবাত (২২) কে গ্রেফতার করেন। এ সময় তার অপর সঙ্গী জামাল মোল্লা পালিয়ে যায়। গতকাল বিকেলে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-০৩। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ