বরিশালের আগৈলঝাড়ায় পিতার অভিযোগে মাদকসেবী পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে, উপজেলার বাকাল গ্রামের মোঃ নুরুল হক ফকিরের ছেলে মোঃ আমিনুল ইসলাম ফকির (২২) মাদক সেবনের জন্য পিতার কাছে টাকা চেয়ে না পেয়ে প্রায়ই ঘরের আসবাবপত্র ভাংচুর করত। এরই ধারাবাহিকতায় পুত্রের আচারণে অতিষ্ট হয়ে পিতা মোঃ নুরুল হক ফকিরের পুত্র আমিনুল এর বিরুদ্ধে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পিতার অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই গাজী নজরুল ইসলাম মাদকসেবী আমিনুলকে মাদক সেবনরত অবস্থায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত মাদকসেবী আমিনুলকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল তাকে ৬ মাসে কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃতকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।