বরিশালের আগৈলঝাড়ায় তিনটি মিষ্টির দোকান ও একটি বেকারীকে ভ্রাম্যমান আদালত ১৮ হাজার টাকা জরিমানা করেছে। ওজনে কম, অস্বাস্থ্যকর পরিবেশ, সঠিক লাইসেন্স না থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল উপজেলা সদরের শ্রী গুরুচাঁদ মিষ্টি ভান্ডারকে ওজনে কম ও দধি তৈরীর লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা, একই অপরাধে মন্ডল মিষ্টান্ন ভান্ডারকে ৫হাজার টাকা, গৈলা শ্রী দূর্গা মিষ্টান্ন ভান্ডারকে ৫হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরী করায় মর্ডান বেকারীকে ৫হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে। এসময় স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।