শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণাধীন ভবনের চুরি হওয়া রড কলেজের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কোতোয়ালী মডেল থানার এসআই ফিরোজ আলম জানান, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২২নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর (পাবলিক হেলথ্) পুকুরে স্থানীয় ৪/৫ জন যুবক গোসল করতে নামেন। ওইসময় তাদের পায়ে বাঁধলে পানির তলদেশ থেকে একটি রড ওপরে তোলা হয়। বিষয়টি নিয়ে ওই এলাকায় চ্যা লের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালিয়ে আরও ১২টি রড উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছেন, কেউ চুরির উদ্দেশে রডগুলো পুকুরে ফেলেছে।