fbpx
29.1 C
Barisāl
Thursday, September 23, 2021

ভারতীয় সিরিয়ালের জামা-কাপড় মেয়েদের পছন্দের তালিকায় জমে উঠছে আগৈলঝাড়ার ঈদ বাজার।

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ইতি মধ্যেই জমে উঠেছে বরিশালের আগৈলঝাড়ার ঈদ বাজার। উপজেলার বিভিন্ন মার্কেট, বিপনি বিতান এবং ফুটপাত সবখানেই এখন ক্রেতাদের ভির লক্ষ করা গেছে। কেউ নিজের জন্য, কেউবা আবার আতœীয়স্বজনদের জন্য কেনাকাটায় ব্যস্ত। এবার টিনএজার থেকে শুরু করে সব বয়সের মেয়েদের কাছে ভারতীয় ও পাকিস্তানি থ্রিপিসের চাহিদা বেশি। এর মধ্যে ভারতীয় কিছু সিরিয়ালের জামা-কাপড় মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে শীর্ষে। তবে অন্য বছরের তুলনায় এবছর দাম একটু বেশী বলে ক্রেতাদের অভিযোগ। গতকাল বুধবার দেখা গেছে, উপজেলার গৈলা বাজার, উপজেলা সদর বাজার, পয়সারহাট বাজার, রাজিহার বাজার, বাশাইল বাজার, সাহেবেরহাট বাজারসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভির লক্ষ্য করা গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ঝুলানো হয়েছে বিভিন্ন ধরনের ব্যানার। রেডিমেট গার্মেন্ট, জুতা, কসমেটিক ও ঈদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। বিশেষ করে নারী ক্রেতাদের ভির ছিল লক্ষ্যনীয়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ