fbpx
26.3 C
Barisāl
Friday, September 17, 2021

সওজ বিভাগের অবহেলিত সড়ক আগৈলঝাড়ায় সওজ বিভাগের খানখন্দ ভাঙ্গাচোরা সড়ক।

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের খানাখন্দ আর ভাঙ্গাচোরা সড়কে গাড়ীসহ লোকজনের চলাচল বন্ধের পথে। প্রতিদিন খানাখন্দে গাড়ী পরে আহত হচ্ছে পথচারীসহ স্কুল শিক্ষার্থীরাও। স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস মোড় থেকে উপজেলা শহরের প্রবেশপথে এনজিও ব্রাকের সামনসহ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড়বড় গর্ত হয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধের পথে। রাতে অন্ধকারে চলতে গিয়ে অহরহ ঘটছে দূঘর্টনা। দুই বছর পূর্বে সওজ বিভাগ থেকে টেন্ডারের মাধ্যমে সংস্কার করা হলেও কাজের মান ভাল না হওয়ায় কাপেটিং উঠে বড়বড় গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা রিপন জানান, দীর্ঘ দিনেও বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ফুল্লশ্রী বাইপাস মোড় থেকে উপজেলার একমাত্র সড়ক হিসেবে কান্দিরপাড় বাইপাস মোড় পর্যন্ত শহরের প্রধান সড়কটি পায়ে হেঁটে চলাচলের অযোগ্য হলেও কর্তৃপক্ষ সড়ক সংস্কারের কোন পদক্ষেপ গ্রহণ করেনি। প্রতিদিন এই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে উল্লেখিত সড়কটি দুর্ঘটনা প্রবন সড়ক হিসেবে চিহ্নিত করেছে স্থানীয়রা। খানাখন্দ আর ভাঙ্গাচোরা সড়কের কারনে রোববার ইজিবাইক উল্টে ৬শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, শহরের মধ্যের উল্লেখিত সড়ক ও আগৈলঝাড়া থেকে ঘোষেরহাট পর্যন্ত সড়কটি একটি প্রকল্পের আওতায় পাশ হয়েছে। যা প্রশস্ত হবে ১৮ফুট। শিঘ্রই টেন্ডার আহ্বান করা হবে। তবে বর্ষা শেষ না হলে কাজ শুরু করা যাবে না। তাই বর্ষার পর কাজ শেষ করা হবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ