কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রীদের নির্যাতনের বিচারের দাবী করে ও কোটা সংস্কারের দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে মঙ্গলবার সকালে মানববন্ধন ও পথসভা করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একইসময় বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে একই দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন। নগরীর সদররোডে ছাত্র ফ্রন্টের কর্মসূচিতে জেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ’র জেলা সদস্য সচিব ও সিটি মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী, জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন, সমাজতান্ত্রিক মহিলা শ্রমিক ফ্রন্টের নেত্রী জোহরা রেখা প্রমুখ।