বরিশালের আগেলঝাড়ায় শপথ পাঠের আগেই মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিতে গৈলা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু গাঁজা সম্রাট মতি সরদারের ছোট ভাই মাদক মামলার আসামী রুবেল সরদারকে (২৭) আটক করে পুলিশে দিয়েছে। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার গত শুক্রবার বিকেলে রুবেলের পূর্ব সুজনকাঠীর বাড়ি গিয়ে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রুবেলকে গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতারকৃত রুবেল জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ২ জুলাই রাতে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার হওয়া রুবেলের বড় বোন নুপুর আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী ডিবির দায়ের করা মাদক মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়াও সম্প্রতি মাদক সম্রাট মতি সরদারের বাড়িতে মাদক বিরোধী অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে হামলা চালিয়ে আহত করে আসামী ছিনিয়ে নেয়া মামলারও এজাহারভুক্ত আসামী রুবেল। রুবেলের বড় ভাই পলাতক গাঁজা সম্রাট মতির বিরুদ্ধে রয়েছে ৫টি মাদকের মামলা।