বরিশালের আগৈলঝাড়ায় গ্যারেজের তালা ভেঙ্গে মাহিন্দ্র চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরী করেছেন। থানায় দায়ের করা সাধারণ ডায়েরী সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত পূর্ব সুজনকাঠি গ্রামের মো. কামাল মোল্লা মাহিন্দ্র চালানো শেষে শনিবার রাতে নিজের বাড়ির গ্যারেজে তার মাহিন্দ্র তালাদিয়ে ঘুমিয়ে পরেন। রবিবার সকালে ঘুম থেকে উঠে কামাল মোল্লা তালাভাঙ্গা অবস্থায় গ্যারেজ থেকে মাহিদ্র চুরি হয়েছে দেখতে পান। এঘটনায় কামাল মোল্লা বাদি হয়ে রবিবার থানায় সাধারণ ডায়েরী করেছেন, নং-৩২৯ (৮.৭.১৮)। উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রতি অন্তত ডজন খানেক মোটর সাইকেল ও মাহিদ্র চুরির ঘটনায় কোন চোর চক্রের কোন সদস্য গ্রেফতার না হওয়ায় চোরের উপদ্রব দিনদিনই বৃদ্ধি পাচ্ছে।