fbpx
13.1 C
Barisāl
Saturday, January 29, 2022

আগৈলঝাড়ায় গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ১৬ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের আশিস দাশগুপ্ত সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাশগুপ্ত আসীম কুমারের বড় ভাই ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আশিস দাশগুপ্তের নামে এ সম্মাননা প্রদান করা হয়। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয় হলরুমে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সম্মাননা পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি দৈনিক সমকালের উপ-সম্পাদক অজয় দাশগুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাশগুপ্ত আসীম কুমার, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম ছরোয়ার, সাবেক শিক্ষক কবি অবিচল আঃ মান্নান, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহজাহান সরদার, মক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, সাবেক প্রধান শিক্ষক সরদার শাহ্আলম, মুক্তিযোদ্ধা সরদার শাহ্আলম মতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সদস্য এ্যাড.অমিত দাশগুপ্ত, আগৈলঝাড়া এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা প্রমুখ। এ সময় ২০১৮ সালে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে এ সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ