বরিশালের আগৈলঝাড়ায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে। উভয় ঘটনায় থানায় আলাদা আলাদা ভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সংসারের অভাব-অনাটন ও অর্থের অভাবে শারীরিক অসুস্থায় চিকিৎসা করাতে না পেরে উপজেলার গৈলা ইউনিয়নের ঘোড়ারপার গ্রামের মৃত. পিতর বাড়ৈর মেয়ে ফুর্তী বাড়ৈ (২০) রোববার সন্ধ্যায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশের এসআই মোশারফ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য গতকাল সোমবার সকালে বরিশাল প্রেরন করে। অন্যদিকে পারিবারিক অশান্তির কারনে গতকাল সোমবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বড়মগড়া গ্রামের মৃত. নিশিকান্ত শিকারীর ছেলে ৪সন্তানের জনক নির্মল শিকারী(৫০) বাড়ির পাশের ভিটায় বসে বিষপান করে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশের এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল প্রেরন করে। উভয় ঘটনায় থানায় আলাদা আলাদা ভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে।