fbpx
15 C
Barisāl
Saturday, January 29, 2022

মুলাদীতে টাকার প্রলোভনে শিশু ধর্ষণ ॥ কিশোর ধর্ষক গ্রেফতার

বরিশাল জেলার মুলাদী পৌর সদরের বন্দর এলাকায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সানি (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সানি পৌর সদরের বন্দর এলাকার মিনি সরদারের পুত্র। সোমবার দুপুরে সানিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, শনিবার বিকেলে সানি তাদের পাশের বাসার সাত বছরের এক শিশুকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে বাসার পেছনে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি দেখে ওই শিশুর ছোট বোন তার মাকে খবর দিলে সানি পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে মুলাদী থানায় মামলা দায়েরের পর রবিবার বিকেলে অভিযান চালিয়ে সানিকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ