বরিশালের আগৈলঝাড়া এক বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। বৃদ্ধার মৃত্যু নিয়ে ওই এলাকায় নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব মিয়া ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের মৃত সুধীর ঘটকের স্ত্রী কুসুম রানী(৭০)কে ঘরের মেঝেতে বসা অবস্থায় গলায় কাপড় বাঁধা লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তবে বৃদ্ধার গলায় রশি দেয়া মৃত্যু দেখে রহস্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বুধবারই বিকেলে বরিশাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। স্থানীয়দের অভিযোগ, ছেলের পরিবারে থাকা ওই বৃদ্ধা বয়সের কারনে সবার কাছে বোঝা হয়ে ছিলেন। লাশ দেখে তারা ধারণা করছেন, ঘরের মেঝেতে বসা অবস্থায় গলায় কাপড় দিয়ে ফাঁস দেয়া বৃদ্ধার লাশ আত্মহত্যার দাবি করা হলেও পরিবারের স্বজনেরা বৃদ্ধাকে হত্যার পর বসা অবস্থায় ঘরের আড়ার সাথে গলায় কাপড় বেঁধে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।