“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” শ্লোগানকে সামনে রেখে জেলার আগৈলঝাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা বুধবার সকালে উদ্বোধণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ফল গাছের চারা রোপনের মাধ্যমে মেলার উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেল। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মককর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাঁচশতাধিক পরিবারের মাঝে ফলের চারা বিতরণ করা হয়। তিন দিনব্যাপী মেলায় ১০টি নির্ধারিত স্টল ছাড়াও বিভিন্ন স্টলে ফলদ এবং ঔষুধি গাছের চারাসহ বিভিন্ন প্রকার ফুলের চারা বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। প্রতিদিনি মেলা চলবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত।