বরিশাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আগৈলঝাড়া শাখার আয়োজনে উপজেলার বারবাইকা মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বারবাইকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সততা স্টোর উদ্বোধন শীর্ষক অলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার বাড়ৈ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, দুর্নীতি প্রতিরোধ কমিটি আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু বাড়ৈ, সদস্য মোঃ জলিল, ওই বিদ্যালয়ের সাবেক সদস্য সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, শিক্ষক দেবব্রত মজুমদার, শিক্ষার্থী তাকিয়া ইসলাম, কনা বল্লভ, ফাওমিদা আবিদা, তিথি বাড়ৈ প্রমুখ। এ সময় প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা হচ্ছে “কথায়, চিন্তায়, কাজকর্মে পবিত্রতা”। তাই তোমাদের এ সমস্ত বিষয়ে পবিত্র থাকতে হবে, তাহলেই তোমাদের মধ্যে সততা বিরাজ করবে। তিনি আরো বলেন, এই সততা স্টোরে শিক্ষা সহায়ক উপকরণ সাজানো থাকবে এবং একজন শিক্ষার্থী তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই স্টোরের মধ্যে থাকা বাক্সে নির্ধারিত মূল্যে রেখে যাবে। পরে ফিটা কেটে বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোর উদ্বোধন করেন অতিথিরা। এর আগে ওই বিদ্যালয়ের একটি দেয়াল পত্রিকার উদ্বোধন করেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ।