বরিশালের আগৈলঝাড়ায় যুবদল নেতাসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের আহমেদ খলিফার ছেলে বাগধা ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদল সভাপতি হাবিব খলিফা (৪৫)কে শনিবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। হাবিবকে গতকাল রোববার ১৫১ ধারায় বরিশাল আদালতে প্রেরন করা হয়। এছাড়া শনিবার রাতে বাকাল গ্রামের নিজ বাড়ি থেকে কুদ্দুস সরদারের ছেলে মাদক ব্যবসায়ী লিমন সরদার (১৯)কে ৬পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে লিমনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বরিশাল আদালতে প্রেরন করে।